বশীর আহমদ শায়খে বাঘা রহঃ এর জীবন ও কর্ম নিয়ে লন্ডনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। চ্যারিটি সংস্থা সিম্পল রিজনের ট্রাস্টি মাওলানা হোসাইন আহমদের আমন্ত্রণে, এশায়াতুল ইসলাম ফোর্ড স্কয়ার মসজিদে অনুষ্ঠিত এই সভায় বৃটেনের শীর্ষস্থানীয় বাংলাদেশি আলেমরা উপস্থিত ছিলেন।
সভায় সভাপতিত্ব করেন কাউন্সিল অব মস্কের চেয়ারম্যান, সর্বজন শ্রদ্ধেয় আলেম, মাওলানা শায়খ শামসুল হক্ব সাহেব।
সভায় বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন তালীমুল কোরআন ইউকে মসজিদ ও মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক, শায়খে বাঘা রহঃ এর ছেলে শায়খ হাফিজ খবীর আহমদ।
সভায় বক্তারা শায়খে বাঘা রহঃ'এর কর্মময় জীবন, ব্রিটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রামে সাহসী ভূমিকা, সমাজ সংস্কারক ও ধর্মীয় শিক্ষা বিকাশে তাঁর অপরিসীম অবদান সম্পর্কে আলোকপাত করেন। শায়েখে বাঘা রহঃ'এর অক্লান্ত মেহনতের ফসল তাঁর হাতে গড়া গুণী শিক্ষার্থীদের অবদানও আলোচনায় উঠে আসে।
অনুষ্ঠানের আহ্বায়ক মাওলানা হোসাইন আহমদ শায়েখে বাঘা রহঃ কমপ্লেক্স এর বিস্তারিত কর্ম পরিকল্পনা তুলে ধরেন। এই কমপ্লেক্স কেন্দ্রীক দাওয়াহ ও আর্থ-সামাজিক উন্নয়ন কাজের পরিকল্পনা ও এর প্রয়োজনীয়তাও উক্ত আলোচনায় স্থান পায়। তাঁর আলোচনা থেকে সময়োপযোগী এই বহুমাত্রিক কমপ্লেক্স নির্মাণের প্রয়োজনীয়তা আগত শ্রোতারা উপলব্ধি করেন।
আলোচনা সভায় আগত বিশিষ্ট ওলামায়ে কেরামগণ সিলেট শহরে প্রতিষ্ঠিত হতে যাওয়া শায়খে বাঘা কমপ্লেক্স প্রতিষ্ঠায় সকলকে এগিয়ে আসার আহবান জানান। অনুষ্ঠানের সভাপতি শায়খ শামসুল হক্ব বলেন, এই কমপ্লেক্স প্রতিষ্ঠায় আমাদের সক্ষমতা অনুযায়ী আমরা সর্বোচ্চ সহযোগিতা করে যাব। এই কমপ্লেক্স পুরো হবে, পরিপূর্ণ হবে। আপনারা শরীক থাকার চেষ্টা করবেন।
মাওলানা ইমদাদুর রহমান মাদানী সাহেব বলেন, শায়খে বাঘা রহঃ এর নামে যে কমপ্লেক্স হয়েছে আমরা সবাই এর সাথে নিজেকে সম্পৃক্ত করার চেষ্টা করবো। বিশেষ অতিথির বক্তৃতায় শায়খ মুফতি আব্দুল মুনতাকিম সাহেব বলেন, হযরত শায়খে বাঘা রহঃ কমপ্লেক্সকে আমি ধন্যবাদ জানাই, এবং এই কমপ্লেক্সকে সবাই যেন আমরা সহযোগিতা করি। আল্লাহ রাব্বুল আলামীন এই প্রতিষ্ঠানকে কবুল করুন। সৈয়দ নাঈম আহমদ বলেন, এই কমপ্লেক্স এর খিদমাত কেয়ামত পর্যন্ত জারি থাকবে ইনশা আল্লাহ।
সভায় বক্তব্য রাখেন, শায়খ মাওলানা তরিক্ব উল্লাহ, শায়খুল হাদীস মাওলানা আবদুর রহমান মনুহরপুরী, শায়খ ইমদাদুর রহমান মাদানী, শায়খ মাওলানা আব্দুল কাদির সালেহ, ডক্টর মাওলানা শুয়াইব আহমদ, মুফতি আবদুল মুনতাক্বিম, মাওলানা সাদিকুর রহমান, মাওলানা মোহাম্মদ ইলিয়াস, সৈয়দ নাইম আহমদ, মাওলানা সাদিক আহমদ মামুন, মুফতি সালেহ আহমদ, মাওলানা সালমান আহমদ, মাওলানা মুমিনুর রহমান, মাওলানা মাসুম আহমদ প্রমুখ।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন, সৈয়দ আশরাফ আলী, হাফিজ হোসাইন আহমদ বিশ্বনাথী, মাওলানা শামীম আহমদ, মাওলানা রফিক্ব উদ্দীন, মুফতি আব্দুর রাজ্জাক, জনাব ইসলাম উদ্দীন, মাওলানা ওয়াহি রহমান, মাওলানা শওকত আলী, মাওলানা আবদুল আহাদ, মাওলানা আনিসুর রহমান, রুকন চৌধুরী, জনাব আব্দুল বারি নাসির, জনাব আব্দুল মুসাব্বির, হাফিজ শাহির উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানে আগত মেহমানদেরকে মাওলানা হোসাইন আহমদ রচিত শায়খে বাঘা রহঃ'এর জীবনী গ্রন্থ হাদিয়া প্রদান করা হয়। মুসলিম ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ প্রীতিপূর্ণ আলোচনা সভাটি শায়েখে বাঘা রহঃ মসজিদ কমপ্লেক্সের সফলতা কামনা করে দোয়া ও মোনাজাতের মাধ্যমে সমাপ্ত হয়।
কুইন মেরী ইউনিভার্সিটির গবেষণা ‘জেনোসাইড ইন মায়ানমার’
গ্রন্থ পর্যালোচনা: দ্যা রুম হোয়ার ইট হ্যাপেন্ড
গ্রন্থ পর্যালোচনা: ইবনে খালদুনের দ্য মুকাদ্দিমা
সিম্পল রিজন চ্যারিটির উদ্যোগে সুনামগঞ্জে শীতকালীন ফুড এইড কার্যক্রম সম্পন্ন
সিলেটে সিম্পল রিজন চ্যারিটির উদ্যেগে ফ্রি সুন্নাতে খতনা ক্যাম্প অনুষ্ঠিত
ইস্তাম্বুলে হালাল ফুড এক্সপোতে দ্য এসোসিয়েশন অব হালাল রিটেইলারস ইউকের অংশগ্রহণ
লন্ডনে সিম্পল রিজন চ্যারিটির উদ্যোগে 'সেবার মাধ্যমে দাওয়াহ' শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
সিম্পল রিজনের সহযোগীতায় বগুড়ায় দাওয়াহ হালাকাহ অনুষ্ঠিত
সিলেটে নববী দাওয়াহ : পদ্ধতি ও শিক্ষা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
নোয়াখালীতে স্মরণকালের ভয়াবহ বন্যায় সিম্পল রিজনের বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান
লক্ষীপুরে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে সিম্পল রিজন চ্যারিটির ত্রাণ বিতরণ
কুরবানি, ইতিহাস-ঐতিহ্য ও বিধান। মুফতি শরীফ মোহাম্মদ সাঈদ
লন্ডনে সিম্পল রিজনের অফিস পরিদর্শন করলেন মুফতি সাইফুল ইসলাম
লিডসে শায়েখে বাঘা রহঃ-এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
লন্ডনের সভায় আলেমরা বি এ এস বি কমপ্লেক্সকে সহযোগিতার আহবান জানালেন।
কুইন মেরী ইউনিভার্সিটির গবেষণা ‘জেনোসাইড ইন মায়ানমার’
গ্রন্থ পর্যালোচনা: দ্যা রুম হোয়ার ইট হ্যাপেন্ড
গ্রন্থ পর্যালোচনা: ইবনে খালদুনের দ্য মুকাদ্দিমা
সিম্পল রিজন চ্যারিটির উদ্যোগে সুনামগঞ্জে শীতকালীন ফুড এইড কার্যক্রম সম্পন্ন
সিলেটে সিম্পল রিজন চ্যারিটির উদ্যেগে ফ্রি সুন্নাতে খতনা ক্যাম্প অনুষ্ঠিত
ইস্তাম্বুলে হালাল ফুড এক্সপোতে দ্য এসোসিয়েশন অব হালাল রিটেইলারস ইউকের অংশগ্রহণ
লন্ডনে সিম্পল রিজন চ্যারিটির উদ্যোগে 'সেবার মাধ্যমে দাওয়াহ' শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
সিম্পল রিজনের সহযোগীতায় বগুড়ায় দাওয়াহ হালাকাহ অনুষ্ঠিত
সিলেটে নববী দাওয়াহ : পদ্ধতি ও শিক্ষা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
নোয়াখালীতে স্মরণকালের ভয়াবহ বন্যায় সিম্পল রিজনের বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান
লক্ষীপুরে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে সিম্পল রিজন চ্যারিটির ত্রাণ বিতরণ
কুরবানি, ইতিহাস-ঐতিহ্য ও বিধান। মুফতি শরীফ মোহাম্মদ সাঈদ
লন্ডনে সিম্পল রিজনের অফিস পরিদর্শন করলেন মুফতি সাইফুল ইসলাম
লিডসে শায়েখে বাঘা রহঃ-এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
লন্ডনের সভায় আলেমরা বি এ এস বি কমপ্লেক্সকে সহযোগিতার আহবান জানালেন।