সর্বশেষ
  হালাল অ্যাওয়ারনেস নেটওয়ার্কের নির্বাহী কমিটির বৈঠক অনুষ্ঠিত   যুক্তরাজ্যে বাড়ছে তরুণ মেধাবীদের দেশত্যাগের প্রবণতা   লন্ডনে তা'লিমুল কুরআন মসজিদের ১২তম বার্ষিক ওয়াজ মাহফিল সম্পন্ন   সিম্পল রিজনের উদ্যোগে সিলেটে দিনমজুরদের মাঝে দা’ওয়াহ কার্যক্রম ও ফুডপ্যাক বিতরণ সম্পন্ন   ইসলামের চিন্তা ও একদল ভুল মানুষ   হামলা যেদিকে আসে মোকাবিলাও সেদিকে করতে হয়   শায়খে বাঘা রহ.’এর নামে পাকিস্তানে মসজিদ নির্মাণ করছে সিম্পল রিজন চ্যারিটি   কুইন মেরী ইউনিভার্সিটির গবেষণা ‘জেনোসাইড ইন মায়ানমার’   গ্রন্থ পর্যালোচনা: দ্যা রুম হোয়ার ইট হ্যাপেন্ড   গ্রন্থ পর্যালোচনা: ইবনে খালদুনের দ্য মুকাদ্দিমা   সিম্পল রিজন চ্যারিটির উদ্যোগে সুনামগঞ্জে শীতকালীন ফুড এইড কার্যক্রম সম্পন্ন   সিলেটে সিম্পল রিজন চ্যারিটির উদ্যেগে ফ্রি সুন্নাতে খতনা ক্যাম্প অনুষ্ঠিত   ইস্তাম্বুলে হালাল ফুড এক্সপোতে দ্য এসোসিয়েশন অব হালাল রিটেইলারস ইউকের অংশগ্রহণ   লন্ডনে সিম্পল রিজন চ্যারিটির উদ্যোগে 'সেবার মাধ্যমে দাওয়াহ' শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত   সিম্পল রিজনের সহযোগীতায় বগুড়ায় দাওয়াহ হালাকাহ অনুষ্ঠিত   সিলেটে নববী দাওয়াহ : পদ্ধতি ও শিক্ষা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত   নোয়াখালীতে স্মরণকালের ভয়াবহ বন্যায় সিম্পল রিজনের বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান   লক্ষীপুরে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে সিম্পল রিজন চ্যারিটির ত্রাণ বিতরণ   কুরবানি, ইতিহাস-ঐতিহ্য ও বিধান। মুফতি শরীফ মোহাম্মদ সাঈদ   লন্ডনে সিম্পল রিজনের অফিস পরিদর্শন করলেন মুফতি সাইফুল ইসলাম   লিডসে শায়েখে বাঘা রহঃ-এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত   বার্মিংহামে শায়েখে বাঘা রহঃ জীবন ও কর্ম শীর্ষক সেমিনার অনুষ্ঠিত   লন্ডনের সভায় আলেমরা বি এ এস বি কমপ্লেক্সকে সহযোগিতার আহবান জানালেন।   বই- বশীর আহমদ শায়খে বাঘা রহ.   বায়রাক্তার টিবি২ দীপ্তিমান করছে তুরস্কের ভাগ্য   জার্মানিতে বছরে শতাধিক মসজিদে হামলা; উদ্বিগ্ন মুসলিমরা   বুজুর্গ উমেদ খাঁ। চট্টগ্রাম পুনরুদ্ধারের মহানায়ক!   ডুরান্ড লাইন! পাক - আফগান দ্বন্দ্বের রেড লাইন!   ত্রিপুরা ও বাংলার ঐতিহাসিক সম্পর্ক | পর্ব ২   ত্রিপুরার সাথে ইসলাম এবং বাংলাদেশের সহস্র বছরের যোগসূত্রের সন্ধানে!   আসামের বর্তমান পরিস্থিতি!   আসামে ইসলামের আগমন ও এন আর সি ক্রাইসিস।   নবাব নুর উদ্দিন মুহাম্মদ বাকের জং। ইতিহাসে ঠাঁই না পাওয়া বাংলার শেষ স্বাধীন নবাব!   প্রাক-ইসলামিক আরব। ধর্ম, সমাজ ও সংস্কৃতি।   ইউরোপ থেকে ভারতবর্ষের অবিচ্ছিন্ন জলপথ আবিষ্কার।   আফ্রিকার বুকে পর্তুগীজ কলোনি স্থাপনের ইতিহাস।   পূর্ব আফ্রিকায় পর্তুগিজ উপনিবেশ স্থাপন, শোষণ ও ফলাফল   ধর্ষণের আলামত যেভাবে পরীক্ষা করা হয়।   মেটাভার্স   বাংলাদেশের সাথে সামরিক সহযোগিতা বাড়াতে চায় তুরস্ক   লিবারেলিজম।   ইউরোপে ইসলাম বিদ্বেষের উত্থান।    পাকিস্তানে ইসলামী দল, তেহরিক-ই-লাব্বাইক নিষিদ্ধের ঘোষণা।   ২০২০ সালের দিল্লি সহিংসতা ছিল একটি সংগঠিত, পরিকল্পিত ‘প্রোগ্রাম’। এবং কেন?   ২০০২ সালের গুজরাট গণহত্যা ও নরেন্দ্র মোদি   রিবা নির্মূল হতে পারে সীরাতের পন্থায়!   ১৯৯১ সালে কাশ্মীরের কুনান ও পোশপোরায় গণধর্ষণ। আজও বিচার হয়নি।   নজরদারি: ‘দোলনা থেকে কবর পর্যন্ত’   ব্যবসার সঙ্গে অন্য সংস্কৃতিকে যুক্ত করার এজেন্ডা!

যুক্তরাজ্যে বাড়ছে তরুণ মেধাবীদের দেশত্যাগের প্রবণতা

১০ নভেম্বর ২০২৫ ০৯:৪০ পূর্বাহ্ণ

    শেয়ার করুন

বেতন কম, করের বোঝা ও আবাসনের সংকট, তরুণ পেশাজীবীরা ভবিষ্যৎ দেখছেন বিদেশে

ব্রিটেনে তরুণ ও দক্ষ পেশাজীবীদের দেশত্যাগ ক্রমেই বাড়ছে। কম বেতন, বাড়তি করের চাপ এবং সাশ্রয়ী আবাসনের অভাব তাদের বিদেশে নতুন জীবনের খোঁজে ঠেলে দিচ্ছে। তরুণদের দেশত্যাগের প্রবণতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ব্রিটেনের অর্থনীতিবিদরা। ফাইন্যান্সিয়াল টাইমস-এর প্রতিবেদনে এই প্রবণতাকে বলা হয়েছে “মেধার নীরব রক্তক্ষরণ” কারণ অনেক তরুণ ব্রিটিশ নাগরিক এখন দেশের অর্থনৈতিক ভবিষ্যৎ নিয়ে গভীর হতাশায় ভুগছেন।

র‍্যাথবোনসের ওয়েলথ ম্যানেজমেন্টের প্রধান নির্বাহী ক্যামিলা স্টোয়েল বলেন, ‘‘ব্রিটিশ নাগরিক, বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে উন্নত জীবনযাপনের লক্ষ্যে দেশত্যাগের প্রবণতা বাড়ছে। তার ভাষায়, “তরুণরা এখন নতুন দেশে গিয়ে পেশাগত জীবন গড়ে তুলতে আগ্রহী হচ্ছেন।”

স্টোয়েল আরও জানান, বর্তমানে ব্রিটিশ তরুণদের সবচেয়ে পছন্দের গন্তব্য হলো দুবাই, যুক্তরাষ্ট্র ও আয়ারল্যান্ড। কারণ এসব দেশে করব্যবস্থা তুলনামূলকভাবে সহজ এবং ব্যবসা বা ক্যারিয়ার গড়ার সুযোগ অনেক বেশি।

উচ্চ কর, অপ্রতুল আয়

বিশেষজ্ঞদের মতে, ব্রিটেনে ন্যূনতম মজুরি বাড়ানো সামাজিকভাবে গুরুত্বপূর্ণ হলেও এটি নতুন গ্র্যাজুয়েটদের চাকরির বেতনে চাপ তৈরি করছে। ফাইন্যান্সিয়াল টাইমস জানায়, অর্থমন্ত্রী র‍্যাচেল রিভস এ মাসের বাজেটে ন্যূনতম ঘণ্টাপ্রতি মজুরি ৪% বাড়িয়ে ১২.৭০ পাউন্ড (প্রায় ১৬ ডলার) করার ঘোষণা দিতে পারেন। এতে বার্ষিক আয় দাঁড়াবে প্রায় ২৬,৪১৬ পাউন্ড (৩৩,৪০০ ডলার)। কিন্তু গ্র্যাজুয়েটদের জন্য ফাইন্যান্স ও প্রফেশনাল সার্ভিস খাতে গড় প্রারম্ভিক বেতন এখন মাত্র ২৫,৭২৬ পাউন্ড (৩২,৫০০ ডলার) অর্থাৎ ব্যবধান খুবই সামান্য, যা তরুণদের মধ্যে অসন্তোষ বাড়াচ্ছে।

ইভলিন পার্টনার্স ওয়েলথ ম্যানেজমেন্টের শেয়ার হোল্ডার ডেভিড লিটল বলেন, “তরুণদের দেশত্যাগের প্রবণতা নিয়মিত হারে বৃদ্ধি পাচ্ছে। তরুণ পেশাজীবীরা সাময়িক অভিজ্ঞতার জন্য নয়, বরং স্থায়ীভাবে অন্যত্র বসবাসের লক্ষ্যে দেশ ছাড়ছেন।” তিনি আরো বলেন, “সবচেয়ে অবাক করার মতো বিষয় হলো অনেক মা-বাবাও তাদের সন্তানদের এই সিদ্ধান্তে উৎসাহ দিচ্ছেন।” কারণ তারা নিজেরাও দেশের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী নন।

দুবাই সবচেয়ে আকর্ষণীয় গন্তব্য

প্রতিবেদন অনুযায়ী, দুবাই এখন ব্রিটিশ তরুণদের জন্য সবচেয়ে জনপ্রিয় কর্মস্থল হয়ে উঠেছে। গত পাঁচ বছরে সংযুক্ত আরব আমিরাতে আবাসন সংক্রান্ত জিজ্ঞাসা ৪০০% বেড়েছে। ডেভিড লিটল জানান, “দুবাইয়ে কাজ মানে করমুক্ত আয়, পাশাপাশি বেশিরভাগ ক্ষেত্রেই থাকে আবাসন ভাতা, স্বাস্থ্যবিমা এবং সন্তানদের জন্য বিনামূল্যের স্কুল। অন্যদিকে ব্রিটেনে কর ও ন্যাশনাল ইন্স্যুরেন্স মিলে আয়ের প্রায় ৪৫% চলে যায়, স্কটল্যান্ডে এই হার আরও বেশি।”

সম্প্রতি অ্যাডাম স্মিথ ইনস্টিটিউট পরিচালিত এক জরিপে দেখা গেছে, ১৮ থেকে ৩০ বছর বয়সী প্রতি চারজন ব্রিটিশ তরুণের একজন এখন দেশ ছাড়ার কথা ভাবছেন। অন্যদিকে ব্রিটিশ কাউন্সিল–এর আরেক জরিপে দেখা গেছে, তিন-চতুর্থাংশ তরুণই ভবিষ্যতে বিদেশে কাজ বা স্থায়ী হওয়ার ব্যাপারে চিন্তা করছেন।

করের ভারে ন্যুব্জ অর্থনীতি

ডেভিড লিটলের মতে, “ব্রিটেনে মানুষের হতাশা এখন দৃশ্যমান। দেশটি ক্রমবর্ধমান অর্থনৈতিক চাপ, বেকারত্ব বৃদ্ধি, আস্থার ঘাটতি ও অপরাধ নিয়ে উদ্বেগের মুখে পড়েছে।” তিনি বলেন, “গত ৭০ বছরের মধ্যে এখন করের বোঝা সর্বোচ্চ পর্যায়ে। ফলে তরুণদের দেশেই থাকতে রাজি করানো কঠিন হয়ে পড়েছে।”

অন্যদিকে ক্যামিলা স্টোয়েল মনে করেন, গত বছরের বাজেটে করব্যবস্থায় আনা পরিবর্তন বিশেষ করে উত্তরাধিকার করের আওতা বাড়িয়ে পেনশন ফান্ড ও কৃষিজমি অন্তর্ভুক্ত করা, আরও অনেক পরিবারকে বিদেশে যাওয়ার চিন্তা করতে বাধ্য করেছে। তার ভাষায়, “কর ব্যবস্থার অচলাবস্থা আর অর্থনৈতিক প্রবৃদ্ধির সীমাবদ্ধতা এখন এমন এক বাস্তবতা তৈরি করেছে, যেখানে ব্রিটেনের অর্থনৈতিক ভবিষ্যৎ নিয়ে আশাবাদী হওয়া প্রায় অসম্ভব।”

ফাইন্যান্সিয়াল টাইমস তাদের প্রতিবেদনের শেষে বলেছে, “নতুন প্রজন্ম আর ব্রিটেনকে বসবাস উপযোগী দেশ হিসেবে নয় বরং অর্থনৈতিক চাপ ও সীমিত সম্ভাবনার এক ক্লান্তিকর পরিবেশ হিসেবে দেখছে ।” তরুণদের কাছে “ব্রিটিশ ড্রিম” এখন আর স্থায়ী সুখের প্রতীক নয়, বরং বিদেশে নতুন জীবন গড়ার এক অনন্ত প্রেরণা হয়ে উঠছে।

আল জাজিরা থেকে নেওয়া। 

The Global Affairs - সর্বশেষ সংবাদ ও শিরোনাম

হালাল অ্যাওয়ারনেস নেটওয়ার্কের নির্বাহী কমিটির বৈঠক অনুষ্ঠিত

The Global Affairs - সর্বশেষ সংবাদ ও শিরোনাম

যুক্তরাজ্যে বাড়ছে তরুণ মেধাবীদের দেশত্যাগের প্রবণতা

The Global Affairs - সর্বশেষ সংবাদ ও শিরোনাম

লন্ডনে তা'লিমুল কুরআন মসজিদের ১২তম বার্ষিক ওয়াজ মাহফিল সম্পন্ন

The Global Affairs - সর্বশেষ সংবাদ ও শিরোনাম

সিম্পল রিজনের উদ্যোগে সিলেটে দিনমজুরদের মাঝে দা’ওয়াহ কার্যক্রম ও ফুডপ্যাক বিতরণ সম্পন্ন

The Global Affairs - সর্বশেষ সংবাদ ও শিরোনাম

ইসলামের চিন্তা ও একদল ভুল মানুষ

The Global Affairs - সর্বশেষ সংবাদ ও শিরোনাম

হামলা যেদিকে আসে মোকাবিলাও সেদিকে করতে হয়

The Global Affairs - সর্বশেষ সংবাদ ও শিরোনাম

শায়খে বাঘা রহ.’এর নামে পাকিস্তানে মসজিদ নির্মাণ করছে সিম্পল রিজন চ্যারিটি

The Global Affairs - সর্বশেষ সংবাদ ও শিরোনাম

কুইন মেরী ইউনিভার্সিটির গবেষণা ‘জেনোসাইড ইন মায়ানমার’

The Global Affairs - সর্বশেষ সংবাদ ও শিরোনাম

গ্রন্থ পর্যালোচনা: দ্যা রুম হোয়ার ইট হ্যাপেন্ড

The Global Affairs - সর্বশেষ সংবাদ ও শিরোনাম

গ্রন্থ পর্যালোচনা: ইবনে খালদুনের দ্য মুকাদ্দিমা

The Global Affairs - সর্বশেষ সংবাদ ও শিরোনাম

সিম্পল রিজন চ্যারিটির উদ্যোগে সুনামগঞ্জে শীতকালীন ফুড এইড কার্যক্রম সম্পন্ন

The Global Affairs - সর্বশেষ সংবাদ ও শিরোনাম

সিলেটে সিম্পল রিজন চ্যারিটির উদ্যেগে ফ্রি সুন্নাতে খতনা ক্যাম্প অনুষ্ঠিত

The Global Affairs - সর্বশেষ সংবাদ ও শিরোনাম

ইস্তাম্বুলে হালাল ফুড এক্সপোতে দ্য এসোসিয়েশন অব হালাল রিটেইলারস ইউকের অংশগ্রহণ

The Global Affairs - সর্বশেষ সংবাদ ও শিরোনাম

লন্ডনে সিম্পল রিজন চ্যারিটির উদ্যোগে 'সেবার মাধ্যমে দাওয়াহ' শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

The Global Affairs - সর্বশেষ সংবাদ ও শিরোনাম

সিম্পল রিজনের সহযোগীতায় বগুড়ায় দাওয়াহ হালাকাহ অনুষ্ঠিত

the global affairs google play logo the global affairs apple logo

সম্পাদক ও প্রকাশকঃ হোসাইন আহমদ

info@theglobalaffairs.info