হোসাইন আহমদ।
জার্মানিতে বর্ণবাদী এক গুণ্ডা একটি ট্রামে সিরিয়ান এক কিশোরের মাথায় একের পর এক আঘাত করছে ও মুখে থুতু নিক্ষেপ করছে এমন একটি ভিডিও সামনে এসেছে। এমন ঘৃণ্য আক্রমনের কারনে ইউরোপের মুসলিমদের মধ্যে ক্ষোভ ও শংকার সৃষ্টি হয়েছে।
সোশ্যাল মিডিয়ায় প্রচারিত একটি ভিডিওতে দেখা যায়, সিটে বসে থাকা একজনের সামনে দাঁড়িয়ে এক লোক বারবার তাকে অপমান করছে ও থুতু দিচ্ছে। এবং পরে তার মুখে লাথি মারছে।
ইরফুর্ট পুলিশ জানিয়েছে যে এই হামলার ভুক্তভোগী ছিলেন ১৭ বছর বয়সী একজন সিরিয়ান।
ইউরোপে এমন আক্রমণের ঘটনা অহরহ ঘটছে। বিশেষ করে সমসাময়িককালে তার মাত্রা পুরো ইউরোপ জুড়ে উদ্বেগজনকভাবে বেড়েই চলেছে। আর এতে কিছুটা ইন্ধন যোগাচ্ছে এই অঞ্চলের বিভিন্ন দেশের একপেশে ইসলামোফোবিক আইন।
ইসলামোফোবিয়া কি?
ইসলামোফোবিয়া এমন একটি পরিভাষা, যা ইসলাম, মুসলমান ও ইসলামী সংস্কৃতি সম্পর্কে অযৌক্তিক শত্রুতা, ভয় এবং ঘৃণাকে চিহ্নিত করতে ব্যবহার করা হয়।
ইউরোপে বিভিন্নভাবে ইসলাম বিদ্বেষ ও ইসলামোফোবিয়ার প্রকাশ ঘটে থাকে। ব্যাক্তিগত শারীরিক ও মানসিক আক্রমণ। মসজিদ ও ইসলামি সেন্টারে আক্রমণ। ব্যাবসা প্রতিষ্ঠানে হামলা। গাড়ি ভাংচুর। বাসে, ট্রেনে শারীরিক বা মৌখিক আক্রমণ। বিশেষ করে যারা ধর্মীয় পোশাক পরিহিত থাকেন ও দৃশ্যমান মুসলিম তাদের উপর আক্রমণ বেশী হয়। মিডিয়ায় মুসলমানদেরকে চরমপন্থী হিসাবে তুলে ধরা হয়। এবং তাদের ইতিবাচক অবদানকে অস্বীকার করার মাধ্যমে ইসলামোফোবিয়াকে উস্কে দেওয়া হয়। তাছাড়া পশ্চিমা দেশগুলোতে অর্থনৈতিক মন্দার জন্য অনেকেই মুসলমানদের দায়ী করছেন।
২০০৯ সালের শেষদিকে, সুইজারল্যান্ডের পার্লামেন্টের বৃহত্তম দল মসজিদের মিনার নির্মাণ নিষিদ্ধ করতে পার্লামেন্টে ভোটের প্রস্তাব করে। যা স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতার সাথে পাস হয়ে আসে।
সাম্প্রতিক সময়ে ফরাসী রাষ্ট্রপতি এমানুয়েল ম্যাক্রোঁ মুসলিমদের "বিচ্ছিন্নতাবাদী" বলে অভিযুক্ত করেছেন। তিনি ইসলামকে “সঙ্কটে থাকা একটি ধর্ম” হিসাবে বর্ণনা করায় পরিস্থিতি আরো সংকটাপন্ন হয়েছে।
ইউরোপে সংখ্যালঘু মুসলমানদের ব্যাপারে বলা হচ্ছে, তারা এই সমাজের অংশ নয়। এভাবে সমাজের বাকী অংশ থেকে তাদেরকে পৃথক হিসাবে বিবেচনা করা হচ্ছে। বংশ পরম্পরায় ইউরোপীয় ইউনিয়নে বসবাসকারী মুসলমানদের ইউরোপীয় জীবনযাত্রার জন্য হুমকিস্বরূপ উপস্থাপন করা হচ্ছে। ইউরোপ ও পাশ্চাত্যে ডানপন্থী রাজনীতির বৃদ্ধি নিরীহ মুসলমানদের জন্য মারাত্মক পরিণতি ডেকে এনেছে। পশ্চিমা গণমাধ্যমে মুসলমান ও ইসলামিক সংস্কৃতিকে নেতিবাচকভাবে চিত্রিত করা হচ্ছে। এতে করে সাধারণ মানুষের মধ্যে মুসলিম ও ইসলামবিদ্বেষী মনোভাব তৈরি হচ্ছে। ২০১৬ সালে চালানো এক জরিপ অনুসারে, ৫২% আমেরিকান এবং ৪৮% কানাডিয়ান একমত হন যে পশ্চিমারা মুসলিম সমাজকে সম্মান করে না।
২০২১ সালের মার্চে প্রকাশিত জাতিসংঘের একটি নতুন প্রতিবেদনে বিশ্বব্যাপী ক্রমবর্ধমান ইসলামফোবিয়া এবং মুসলমানদের উপর অত্যধিক নজরদারির বিষয়টা তুলে ধরা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, বিশ্বজুড়ে মিডিয়াতে মুসলমানদের নেতিবাচকভাবে উপস্থাপন ইসলামফোবিয়ার উত্থানে অবদান রেখেছে। জাতিসংঘের এই রিপোর্টে একটি জরিপের কথা উল্লেখ করা হয় যেখানে বলা হয়েছে, ২০১৬-২০১৭ সালে হল্যান্ডের নিউজগুলোতে মুসলমানদের বর্ণনা করতে যে বিশেষণগুলি সর্বাধিক ব্যবহৃত হয়েছিল সেগুলি ছিল "উগ্রবাদী," "চরমপন্থী" এবং "সন্ত্রাসী"।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে বিশ্বের বহু দেশে "মুসলমানদের ধর্মীয় স্বাধীনতা ও বিশ্বাসের অধিকারকে নিয়ন্ত্রন করার চেষ্টা করা হয়েছে।
গত কয়েক বছর ধরে ইউরোপের অন্যতম ডাইভার্স দেশ যুক্তরাজ্যে ইসলামোফোবিয়া উদ্বেগজনকভাবে বাড়তে দেখা গেছে। ২০১১ সালে, কনজারভেটিভ পার্টির প্রাক্তন চেয়ারম্যান ও দেশের শীর্ষস্থানীয় মুসলিম রাজনীতিবিদ সাইদা ওয়ারসী মুসলিম বিরোধী বর্ণবাদের ব্যাপারে গভীর উদ্বেগ প্রকাশ করেছিলেন। দুর্ভাগ্যক্রমে তাঁর এবং বৃহত্তর ব্রিটিশ মুসলিম সমাজের জন্য, পরিস্থিতি খারাপ থেকে আরও খারাপের দিকে চলে গেছে। ২০২০ সালে, মুসলিম কাউন্সিল অব বৃটেন প্রধানমন্ত্রী বরিস জনসন এবং কনজারভেটিভ পার্টির সদস্যদের বিরুদ্ধে মানবাধিকার কমিশনের কাছে ইসলামফোবিয়ার ৩০০টি অভিযোগের নথি প্রেরণ করেছিল। মুসলিম কাউন্সিলের এমন অভিযোগ নতুন ছিল না।
প্রধানমন্ত্রী হওয়ার আগে, বরিস জনসন বোরকা পরিহীত নারীদের "লেটারবক্স" এবং "ব্যাংক ডাকাতদের" সাথে তুলনা করেছিলেন। তাঁর মন্তব্যের পরের সপ্তাহে ইসলামফোবিয়ার ঘটনা ৩৭৫ শতাংশ বেড়ে গিয়েছিল। অথচ কনজারভেটিভ দলের অভ্যন্তরীণ তদন্তে তার এই মন্তব্য "সম্মানজনক ও সহনশীল" ছিল বলে উল্লেখ করা হয়।
২০১৯ সালে, YouGov এর করা এক জরিপে দেখা যায় ৩৮ শতাংশ ব্রিটিশ মানুষ বিশ্বাস করে যে ইসলাম পশ্চিমা মূল্যবোধের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। উত্তরদাতাদের অধিকাংশই অন্য যে কোন ধর্মের চেয়ে ইসলামের প্রতি প্রতিকূল দৃষ্টিভঙ্গি লালন করে থাকে বলে দেখা গেছে।
মুসলমানদের ‘আমরা’ নয় ‘তারা’ হিসেবে দেখা হচ্ছে। এরা সমাজের বহিরাগত হুমকি। এটা তাদেরকে বৈধ টার্গেটে পরিণত করেছে। সন্দেহ, নজরদারি এবং গোয়েন্দা তথ্য সংগ্রহের মাত্রাতিরিক্ত পরিমাণের লক্ষ্যবস্তুতে পরিণত করেছে।
ইউরোপ ইসলামোফোবিয়ার বিরুদ্ধে জরুরী পদক্ষেপ না নিলে, শীঘ্রই তা মুসলমানদের জন্য বসবাসের স্থান হিসেবে ভয়ংকর প্রমাণিত হতে পারে।
1. Racist thug kicks a Syrian teen in head and spits in his face https://www.dailymail.co.uk/news/article-9513411/Outrage-Germany-racist-thug-repeatedly-kicks-Syrian-teen-head-spits-face.html?ito=native_share_article-masthead
2. https://nation.com.pk/02-Apr-2021/rising-islamophobia-needs-action
3. https://religionnews.com/2021/03/11/islamophobia-on-the-rise-according-to-united-nations-report/
4.https://foreignpolicy.com/2021/01/29/islamophobia-united-kingdom-anti-racist-definitions/
হামলা যেদিকে আসে মোকাবিলাও সেদিকে করতে হয়
শায়খে বাঘা রহ.’এর নামে পাকিস্তানে মসজিদ নির্মাণ করছে সিম্পল রিজন চ্যারিটি
কুইন মেরী ইউনিভার্সিটির গবেষণা ‘জেনোসাইড ইন মায়ানমার’
গ্রন্থ পর্যালোচনা: দ্যা রুম হোয়ার ইট হ্যাপেন্ড
গ্রন্থ পর্যালোচনা: ইবনে খালদুনের দ্য মুকাদ্দিমা
সিম্পল রিজন চ্যারিটির উদ্যোগে সুনামগঞ্জে শীতকালীন ফুড এইড কার্যক্রম সম্পন্ন
সিলেটে সিম্পল রিজন চ্যারিটির উদ্যেগে ফ্রি সুন্নাতে খতনা ক্যাম্প অনুষ্ঠিত
ইস্তাম্বুলে হালাল ফুড এক্সপোতে দ্য এসোসিয়েশন অব হালাল রিটেইলারস ইউকের অংশগ্রহণ
লন্ডনে সিম্পল রিজন চ্যারিটির উদ্যোগে 'সেবার মাধ্যমে দাওয়াহ' শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
সিম্পল রিজনের সহযোগীতায় বগুড়ায় দাওয়াহ হালাকাহ অনুষ্ঠিত
সিলেটে নববী দাওয়াহ : পদ্ধতি ও শিক্ষা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
নোয়াখালীতে স্মরণকালের ভয়াবহ বন্যায় সিম্পল রিজনের বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান
লক্ষীপুরে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে সিম্পল রিজন চ্যারিটির ত্রাণ বিতরণ
কুরবানি, ইতিহাস-ঐতিহ্য ও বিধান। মুফতি শরীফ মোহাম্মদ সাঈদ
লন্ডনে সিম্পল রিজনের অফিস পরিদর্শন করলেন মুফতি সাইফুল ইসলাম
হামলা যেদিকে আসে মোকাবিলাও সেদিকে করতে হয়
শায়খে বাঘা রহ.’এর নামে পাকিস্তানে মসজিদ নির্মাণ করছে সিম্পল রিজন চ্যারিটি
কুইন মেরী ইউনিভার্সিটির গবেষণা ‘জেনোসাইড ইন মায়ানমার’
গ্রন্থ পর্যালোচনা: দ্যা রুম হোয়ার ইট হ্যাপেন্ড
গ্রন্থ পর্যালোচনা: ইবনে খালদুনের দ্য মুকাদ্দিমা
সিম্পল রিজন চ্যারিটির উদ্যোগে সুনামগঞ্জে শীতকালীন ফুড এইড কার্যক্রম সম্পন্ন
সিলেটে সিম্পল রিজন চ্যারিটির উদ্যেগে ফ্রি সুন্নাতে খতনা ক্যাম্প অনুষ্ঠিত
ইস্তাম্বুলে হালাল ফুড এক্সপোতে দ্য এসোসিয়েশন অব হালাল রিটেইলারস ইউকের অংশগ্রহণ
লন্ডনে সিম্পল রিজন চ্যারিটির উদ্যোগে 'সেবার মাধ্যমে দাওয়াহ' শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
সিম্পল রিজনের সহযোগীতায় বগুড়ায় দাওয়াহ হালাকাহ অনুষ্ঠিত
সিলেটে নববী দাওয়াহ : পদ্ধতি ও শিক্ষা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
নোয়াখালীতে স্মরণকালের ভয়াবহ বন্যায় সিম্পল রিজনের বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান
লক্ষীপুরে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে সিম্পল রিজন চ্যারিটির ত্রাণ বিতরণ
কুরবানি, ইতিহাস-ঐতিহ্য ও বিধান। মুফতি শরীফ মোহাম্মদ সাঈদ
লন্ডনে সিম্পল রিজনের অফিস পরিদর্শন করলেন মুফতি সাইফুল ইসলাম